সুন্দরী মেয়ে পটানোর সহজ উপায়

মেয়ে পটানোর উপায় যেসব ছেলেরা জানতে চান, আজকের পোস্ট দ্বারা তারা উপকৃত হবেন। পছন্দের সুন্দরী মেয়েকে পটাতে পারছেন না? দুশ্চিন্তায় আছেন? আজকের পোস্ট সম্পূর্ণ পড়ে খুব সহজেই সুন্দরী মেয়ে পটানোর উপায় জেনে নিন। 

মেয়ে-পটানোর-উপায়
এছাড়াও আজকের পোস্টে আলোচনা করা হবে রাগি মেয়েদের পটানোর উপায় এবং কি ধরনের উপহার দিয়ে মেয়েদের খুশি করা যায় তা সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে। টেনশনের কোনো কারণ নেই সব মেয়েরাই পটে শুধু সঠিক টেকনিক জানতে হয়।

পেইজ সূচীপত্রঃ মেয়ে পটানোর উপায়

মেয়ে পটানোর উপায় 

মেয়ে পটানোর উপায় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। সুন্দরী মেয়ে পটানোর সকল টেকনিক আজকের পোস্টে আপনাদের সাথে শেয়ার করবো। অনেকেই এই বিষয় নিয়ে চিন্তিত থাকেন। হঠাৎ করে কোন মেয়ে পছন্দ হয়ে গেছে কিন্তু পটাতে পারছেন না এ ধরনের সমস্যার সমাধান পাবেন আজকের পোস্ট সম্পূর্ণ পড়লে। চলুন জেনে নেওয়া যাক মেয়ে পটানোর উপায়ঃ
  • স্মার্ট কথাবার্তাঃ কথা বলার ধরন স্মার্ট হতে হবে। আঞ্চলিক ভাষা থেকে বিরত থাকুন। প্রথম পরিচয় এর দিকে অবশ্যই ভদ্র ভাষায় কথা বলার চেষ্টা করবেন। 
  • মধুর সুরে কথা বলাঃ জোরে জোরে রেগে রেগে কথা বলবেন না এটি মেয়েরা পছন্দ করেনা। মেয়ে পটাতে চাইলে অবশ্যই কোমল হয়ে কথা বলতে হবে। কথার মধ্যে যেন মাধুর্য থাকে।
  • গুছিয়ে কথা বলাঃ মেয়ে পটাতে চাইলে অবশ্যই গুছিয়ে কথা বলতে হবে। কথা বলার সময় পাগলের মত করা যাবে না। যেসব ছেলে গুছিয়ে কথা বলতে পারে তাদের মেয়েরা বেশি পছন্দ করে।
  • মেজাজ ঠান্ডা রাখতে হবেঃ ঠান্ডা মেজাজে মেয়েদের সাথে কথা বলার চেষ্টা করুন। এতে মেয়েরা তাড়াতাড়ি ইমপ্রেস হয়। 
  • রাগ কন্ট্রোলঃ রাগ কন্ট্রোল করার চেষ্টা করবেন। কোন সময় রাগ দেখাবেন না। সব কথায় সুন্দর ভাবে উত্তর দিবেন এতে মেয়েটি আপনার প্রতি পাগল হয়ে যাবে।
  • কথা বলার মাঝে হাসুনঃ সব সময় রাগী রাগী হয়ে কথা না বলে একটু হেসে হেসে কথা বলুন। কথার মাঝে একটু করে হাসলে মেয়ে তাড়াতাড়ি পটে যাবে। 
  • চোখের দিকে তাকিয়ে কথা বলুনঃ কথা বলার সময় এদিকে ওদিকে না তাকিয়ে চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন। যখন আপনার সামনের মেয়েটি দেখবে আপনি তার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন তখন সে মনে মনে খুশি হবে। 
  • মনোযোগী থাকুনঃ যখন আপনার বিপরীতের মানুষটি আপনাকে কোন কিছুর গল্প শোনায় অথবা কোন কথা বলে তখন সর্বোচ্চ মনোযোগী থাকার চেষ্টা করবেন। যেন সে বুঝতে পারে আপনি তাকে প্রায়োরটি দিচ্ছেন।
  • মিথ্যা থেকে বিরত থাকুনঃ যখন আপনি কোনো মেয়েকে পটাতে চাচ্ছেন তখন অবশ্যই মিথ্যা কথা বলা থেকে বিরত থাকবেন। আর বললেও এমন ভাবে বলবেন যেন সে ধরতে না পারে বা এই বিষয় নিয়ে পরে আর আলোচনা না হয় সেদিকে খেয়াল রাখবেন। কারণ আপনি মিথ্যা বললে আপনার ওপর বিশ্বাস করবে না।
  • স্থির ভাবে দাঁড়িয়ে থাকুনঃ যদি দাঁড়িয়ে থেকে কারো সাথে কথা বলেন তাহলে এদিকে ওদিকে না তাকিয়ে বা হাত-পা ছটফট না করে এক জায়গায় দাঁড়িয়ে থাকুন। হাত-পা ছটফট করলে আপনাকে দেখে মনে হবে আপনার কনফিডেন্স নাই। 
  • ভালো আচরণঃ অবশ্যই ভালো আচরণ করার চেষ্টা করবেন সকলের সাথে। এছাড়াও বাহিরে গেলে বা যেকোনো পার্কে গরিব দরিদ্র মানুষেরা সাহায্য চায়, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। অসহায় মানুষের প্রতি খারাপ ব্যবহার দেখলে সে মেয়ে আপনার প্রতি ইমপ্রেস হবে না।
  • মনের ভাবঃ মেয়েটির মনের ভাব বুঝার চেষ্টা করবেন। মন খারাপ থাকলে শুধু শুধু কথা বলে হাসানোর চেষ্টা করবেন।
  • কথার সাথে একমত হনঃ মেয়ে পটাতে চাইলে প্রথমের দিকে মেয়ে যাই বলুক তাই হ্যাঁ বলুন। অর্থাৎ সকল কথার সাথে একমত পোষণ করুন। 
  • কথা বলার টপিকঃ অবশ্যই এমন টপিক নির্বাচন করবেন কথা বলার সময় যে বিষয়ে কথা বলতে মেয়েটি পছন্দ করে বা তার ভালো লাগে। তাহলে মেয়েটি পটানো সহজ হয়ে যাবে।
  • কনফিডেন্ট অর্জনঃ কথা বলার সময় নার্ভাস হবেন না। কনফিডেন্ট এর সাথে কথা বলুন। শুধু কথা নয় যেকোনো কাজ করার সময় কনফিডেন্ট রাখবেন এটি স্মার্ট নেস বাড়িয়ে দেয়।
  • পরিষ্কার পোশাক পরিধানঃ পরিষ্কার পোশাক পরিধান করা অত্যন্ত জরুরি। একজন মানুষ আরেকজন মানুষের পোশাক দেখে তার পার্সোনালিটি যাচাই করে। তাই নোংরা পোশাক পরা থেকে বিরত থাকুন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করবেন। এটি দ্বারা আকর্ষণ বৃদ্ধি পায়।
  • ড্রেসিং সেন্সঃ ড্রেসিং সেন্স ভালো হতে হবে। আপনার বুঝতে হবে কোন কোন কালারের পোশাক পরিধান করলে আপনাকে বেশি সুন্দর লাগে। কোন কালারের প্যান্টের সাথে কোন কালারের শার্ট ভালো লাগবে এ সম্পর্কে ধারনা থাকতে হবে। স্মার্ট নেস ধরে রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আবোল তাবোল কালারের জামাকাপড় পরা থেকে বিরত থাকুন।
  • জুতাঃ বুদ্ধিমান মেয়েরা সবার আগে পায়ের দিকে নজর দেয়। তাই ফুল বডি শুধু পরিপাটি রাখলে চলবে না পা অথবা জুতার দিকেও নজর দিতে হবে। অবশ্যই ভালো এবং আকর্ষণীয় স্মার্ট জুতা বা স্যান্ডেল ব্যবহার করবেন।
  • পারফিউমঃ একটি মিষ্টি  এবং হালকা পারফিউম ব্যবহার করুন। এটি মেয়েদের আকর্ষিত করে। স্ট্রং কোনো পারফিউম থেকে বিরত থাকুন।
  • হাতের নখঃ হাতের নখ বড় রাখবেন না। ছেলেদের হাতের নখ বড় রাখলে ভালো লাগেনা। পাশাপাশি হাতের ডগ অবশ্যই সব সময় পরিষ্কার রাখবেন। 
  • দাঁত পরিষ্কারঃ দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ভালো সুগন্ধযুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করবেন। কারণ মানুষ কথা বলার আগে সবার প্রথমে দাঁতের দিকে তাকায়। 
  • বডি ফিটনেসঃ ছেলেদের ক্ষেত্রে বডি ফিটনেস ধরে রাখা এবং সঠিক ওজন বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মেয়েরাই এমন ছেলে পছন্দ করে যারা পারফেক্ট ফিটনেস ধরে রেখেছে। তাই অতিরিক্ত মোটা অথবা রোগা না হয়ে শরীর ফিট রাখার চেষ্টা করবেন।
  • প্রশংসা করুনঃ মেয়েরা প্রশংসা শুনতে ভীষণ ভালোবাসে। তাই মেয়েটি যেমনই দেখতে হোক অবশ্যই তার প্রশংসা করার চেষ্টা করবেন। চোখ, চুল বা কথা বলার ধরন যেকোনো কিছু নিয়ে প্রশংসা করতে পারেন। কারণে-অকারণে প্রশংসা করুন। মেয়ে পটাতে এটি সবচাইতে কার্যকরী ধাপ। 
  • সাহায্যঃ মেয়েটি যেকোনো সাহায্য চাইলে সব সময় প্রস্তুত থাকবেন। এতে মেয়েটি আপনার প্রতি দুর্বল হয়ে যাবে।
  • গিফটঃ পছন্দের মেয়েটিকে দ্রুত পটাতে চাইলে আকর্ষণীয় ইউনিক কিছু গিফট করুন। মেয়েটা কি ধরনের জিনিস পছন্দ করে সে সম্পর্কে একটু ধারণা নিয়ে আপনার পছন্দমতো গিফট করতে পারেন। গিফট পেলে মেয়েরা অনেক বেশি খুশি হয়।
  • বিশেষ দিনঃ মেয়েটির জীবনে বিশেষ দিনগুলো মনে করিয়ে দিন বা উইশ করুন এতে সে খুব খুশি হবে। যেমন: ভালোবাসা দিবস, জন্মদিন, নিউ ইয়ার ইত্যাদি।
  • সময়ঃ মেয়ে পটাতে চাইলে তাকে পর্যাপ্ত সময় দিন। এছাড়াও তাকে বুঝানোর চেষ্টা করুন আপনার কাছে সেই মেয়েটি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। তার যেন এটা মনে না হয় আপনি তাকে সময় দিচ্ছেন না। শুরুর দিকে এমন হলে সে মেয়ে কখনোই পটবে না। 
  • ধূমপানঃ অবশ্যই ধূমপান থেকে বিরত। সব মেয়েরাই ধূমপানের গন্ধ অপছন্দ করে। তাই পছন্দের মেয়ে পটাতে চাইলে এ কাজ করা যাবে না। আপনার যদি ধূমপান করার আগে থেকেই অভ্যাস থাকে তাহলে যখন মেয়েটি আপনার প্রতি দুর্বল হয়ে যাবে তখন ধীরে ধীরে জানাতে পারেন। 
  • মেয়েলি ভাব বর্জনঃ যেসব ছেলেদের মধ্যে মেয়েলি ভাব রয়েছে সেসব ছেলেদের মেয়েরা মোটেও পছন্দ করে না। তাই মেয়েলি অভ্যাস বর্জন করে একজন পারফেক্ট পুরুষের মতো চলাফেরা করবেন। আপনাকে দেখে যেন অনেক স্ট্রং মনে হয়।
  • অভিনয়ঃ মাঝে মাঝে একটু অভিনয় করতে হবে মেয়েদের মন জয় করতে। যখন দেখবেন নিজের কোন দোষ আছে তখন অবশ্যই কান ধরে ক্ষমা চাইবেন। মেয়ে পছন্দ হোক বা না হোক পটাতে চাইলে তার মুখের দিকে অপলক তাকিয়ে থাকবেন।
এই পথ গুলো অবলম্বন করলে অবশ্যই মেয়ে পটাতে পারবেন। এসব কাজে ও যদি মেয়ে না পটে তাহলে সে মেয়েটিকে ইগনোর করুন। তবে অবশ্যই ইগনোর করার আগে তার পেছনে অনেক ঘুরঘুর করবেন এবং তার অনেক প্রশংসা করবেন, এমন ভাব দেখাবেন যে যেন তাকে ছাড়া মারা যাবেন। পরে অন্য কোন বন্ধু অথবা বান্ধবির সাথে মেলামেশা করুন। তখন মেয়েটা ভেতরে ভেতরে জ্বলে পুড়ে যাবে, নিজ থেকে এসেই আপনাকে ভালোবাসার কথা বলবে।

রাগী মেয়েদের পটানোর উপায় 

রাগী মেয়েদের পটানোর উপায় সম্পর্কে জেনে নিন। আপনারা অনেকেই মনে করেন রাগী মেয়েদের পটানো অনেক কঠিন। কিন্তু না। রাগী মেয়েদের পটানো আরো সহজ। কারণ কিছু কিছু মেয়ে আছে তারা রাগী রাগী ভাব দেখায় কিন্তু আসলেও ভেতর থেকে রাগী নয়। তবে কিছু মেয়ে আসলেও রাগী হয়। রাগী মেয়েদের পটাতে চাইলে তাদের সাথে বেশি বেশি কথা বলুন। 

তবে হ্যাঁ আবোল তাবোল কথা বলবেন না প্রয়োজনীয় কথা বলুন। রাগী মেয়েদের ভুলভাল বোঝাতে যাবেন না তারা বিরক্ত হবে। তাদের সাথে অতিরিক্ত হেসে হেসে কথা বলবেন না। মুখে সিরিয়াস ভাব নিয়ে কথা বলবেন। তাদের হাসানোর চেষ্টা করবেন। রাগে মেয়ে পটাতে চাইলে তাকে যথেষ্ট সময় দিতে হবে। ওপরের নিয়মগুলো অবশ্যই ফলো করবেন পাশাপাশি এগুলো মাথায়ও রাখতে হবে।

মেয়েদের কখনো অপেক্ষা করাবেন না। প্রয়োজনে আপনি ১০ মিনিট আগে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। কথা বলার সময় মুখের দেখে অপলক তাকিয়ে থাকবেন। বারবার তার দিকে তাকাবেন মায়ার দৃষ্টিতে। সে যেন বুঝতে পারে আপনি তার মায়ায় পড়ে গেছেন। রাগী মেয়েরা যাই বলুক যতই রেগে যাক আপনি উল্টা রাগ করবেন না। সামান্য একটু মন খারাপ করে থাকবেন তারপর হেসে হেসে কথা বলবেন।। 

সে যেন বুঝতে পারে আপনার তার কথায় খারাপ লাগলেও আপনি তাকে প্রাধান্য দিচ্ছেন। আরেকটি বিষয়ে রয়েছে তা হলো: এত কিছু করেও যদি মেয়েটাকে পটাতে না পারেন তাহলে উল্টা রাস্তায় হাঁটতে হবে। তার মানে ও যদি রাগ দেখায় আপনিও উল্টা যুক্তি দিয়ে রাগ দেখাবেন। ঝগড়া করবেন আবার মুখের দিকে তাকিয়ে থাকবেন। মুচকি মুচকি হাসবেন। ঝগড়া করতে করতে একসময় প্রেম হয়ে যাবে। প্রেমের প্রথম শর্ত ঝগড়া করা। আশা করি বুঝতে পেরেছেন।

ফেসবুকে মেয়েদের পটানোর উপায় 

ফেসবুকে মেয়েদের পটানোর উপায় অনেকেই জানতে চেয়েছেন আজকের পোস্ট তাদের জন্য। ফেসবুকে মেয়ে পটানোর সবচাইতে বেশি সহজ। অনেক সময় দেখা যায় ফেসবুকে কোন মেয়ের সাথে পরিচয় হয়েছে এখন তাকে ভালো লাগে কিন্তু পটাতে পারছেন না এমন সমস্যার সমাধান পাবেন আজকের পোস্টে। চলুন দেখে নেওয়া যাক ফেসবুকে মেয়ে পটানোর উপায়ঃ

ফেসবুকে যখন কোন মেয়ের সাথে পরিচয় হয় তখন নিশ্চয়ই সে আপনার ব্যাপারে সবকিছু জানবে না। তার সামনে খারাপ কিছু প্রেজেন্ট করা থেকে বিরত থাকবেন। আপনার ভালো গুণগুলো তাকে দেখাবেন এটি ফেসবুকে খুব সহজ। সুন্দর সুন্দর ছবি পোস্ট করবেন যেন সে দেখতে পায়। একটু স্মার্টলি চলাফেরা করবেন। ভালো ভালো মুহূর্তের ছবি স্টোরি দিবেন তবে খেয়াল রাখবেন স্টোরিতে দেওয়া ছবির ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই ভালো হয়।

মানে আমি বুঝাতে চাচ্ছি সবচাইতে বড় সত্যি কথা তা হলো: অতিরিক্ত গরিব ছেলেদের মেয়েরা পছন্দ করতে চায় না। একটু টাকা পয়সা আছে বা বাবার অবস্থা ভালো তেমন ছেলে মেয়েরা বেশি পছন্দ করে। তাই আপনি যদি যেভাবে সেভাবেই ছবি পোস্ট করেন তাহলে তা দেখে মেয়ে পটবে না। কথা বলার সময় অনেক স্মার্টলি কথা বলবেন ফেসবুকে। ফেসবুকে মেসেজিং করা যায় মেসেঞ্জারে সেখানেই কথা আদান-প্রদান করতে পারবেন।

সব সময় শুধু মেয়েদের ইনবক্সে মেসেজ দিতে থাকবেন না এতে মেয়েরা তাকে সেসরা মনে করে। একবার মেসেজ দিয়ে কিছুক্ষণ কথা বলবেন সাথে সাথে রিপ্লাই দিবেন। তবে সারাদিনই শুধু মেসেজ দিতে থাকবেন না এটা আপনার মূল্য কমে যাবে। ২/১ দিন কথা বলার পর মেয়েটিকে বলবেন তুমি অনলাইনে না থাকলে আমার ভালো লাগেনা। ফেসবুক অন্ধকার হয়ে যায়। মানে তাকে বোঝানোর চেষ্টা করবেন আপনি শুধু তার সাথে কথা বলার জন্য ফেসবুকে আসেন। 

যেটি যদি কোন কথা বলে তাহলে সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং অবশ্যই তার প্রচুর প্রশংসা করবেন। ধীরে ধীরে কথা বলার টাইম বাড়িয়ে দিবেন। মেয়েটিকে অনেক বেশি গুরুত্ব দিবেন তাহলে সে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে। তার মনেও আপনার প্রতি ভালোলাগা জন্মাবে। দীর্ঘ সময় কথা না বলে থাকবেন না। প্রয়োজনে ফোন নাম্বার নিবেন। ফেসবুকে না থাকলেও ফোন দিয়ে খোঁজ দিবেন সে কেমন আছে। এইসব ছোটখাটো যত্নের মাধ্যমে মেয়েটি আপনাকে পছন্দ করতে শুরু করবে এবং এভাবেই এক সময় আপনি তাকে পটাতে সক্ষম হবেন।

হঠাৎ করে রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে পটানোর উপায় 

হঠাৎ করে রাস্তায় সুন্দরী মেয়ের দেখলে পটানোর উপায় কি? চলুন জেনে নেওয়া যাকঃ অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বের হলে বা কোথাও বেড়াতে গেলে সুন্দরী মেয়ে দেখে পছন্দ হয়ে যায়। তখন মনে মনে চিন্তা করেন তাকে কিভাবে পটানো যায়। তাই তো? চিন্তা নেই এ বিষয়ে কিছু টেকনিক জানাবো আজকের পোস্টেঃ হঠাৎ সুন্দরী মেয়ে দেখলে অন্যান্য ছেলেদের মতো পিছে পিছে ঘুরবেন না বা ছ্যাচড়ামি করবেন না। 
মেয়ে-পটানোর-উপায়
সুন্দর মেয়ে দেখলে অন্য দিকে তাকিয়ে আবার তার দিকে হঠাৎ করে তাকাবেন যেন আপনি, কি যেন দেখে ফেলেছেন। অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকবেন যতক্ষণ না সে আপনার দিকে তাকাচ্ছে। সে আপনার দিকে তাকালেও আপনি তার দিকেই তাকিয়ে থাকবেন। তারপরে তার সাথে কথা বলতে যাবেন (সাথে গার্জিয়ান থাকলে এ ধরনের কাজ ভুলেও করবেন না)। তার নাম, ঠিকানা, ফোন নাম্বার জিজ্ঞাসা না করে এখানে একটি টেকনিক অবলম্বন করবেন।

তাকে জিজ্ঞাসা করবেন আপনি কি কোন মডেল? সে তখন অবাক হয়ে উত্তর দিবেন না ভাইয়া কেন। তখন তাকে বলবেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোন সিনেমার নায়িকা বা মডেল। এই কথা শুনে সে অনেক খুশি হয়ে যাবে। তারপরে তাকে আবার বলবেন আপনি দেখতে খুবই সুন্দর আপনি কি ভবিষ্যতে সিনেমা করতে চান? এই কথা শুনে সে আরো ফিদা হয়ে যাবে এবং হাসতে থাকবে। 

তখন তাকে বলবেন, আমি আপনাকে হঠাৎ করে দেখে চমকে গেছি ভাবছি যে আসমানের হুরপরী কি করে নেমে মাটিতে নেমে আসলো। এই কয়টা কথা বলার পরে তার দিকে অপলক তাকিয়ে থাকবেন। তারপর চলে আসবে এবং আবার ব্যাক করবেন করে তাকে বলবেন আপনার ফোন নাম্বার কি দেওয়া যায়? সে চুপ করে থাকবে তখন বলবেন আচ্ছা না দিতে চাইলে থাক। বেশি জোর করবেন না। এভাবে বললেই দেখবেন দিয়ে দিবে।

তখন চলে আসবেন তখন ফেসবুক স্টাইলে পটানোর চেষ্টা করবেন যা উপরে আলোচনা করা হয়েছে। অন্যান্য ছেলেদের মত ছেসরামি না করে এভাবে স্মার্টওয়েতে যদি কথা বলেন তাহলে সে অনেক খুশি হবে এবং পটাতে অনেক কম সময় লাগবে। নিজেকে একটি ভদ্র ছেলের মত প্রেজেন্ট করবেন। ছাপরি ছেলেদের মত চুল, হাতে অনেক ব্রেসলেট, কালারের জুতা, চুলে অদ্ভুত কালার এগুলো থেকে বিরত থাকবেন এগুলো মেয়েরা কখনই পছন্দ করেনা। তাই সুন্দর পরিপাটি পোশাক পড়ার চেষ্টা করবেন।

পছন্দের মেয়েটির নাম্বার পাওয়ার উপায় 

পছন্দের মেয়েটির নাম্বার পাওয়ার উপায় জেনে নিন আজকের ব্লক পোস্টে। পছন্দের মেয়েটির নাম্বার না পেলে ঘুম আসে না? চলুন ছেড়ে দেওয়া যাক কিভাবে খুব সহজে পছন্দের মেয়েটির নাম্বার পেয়ে যাবেন। কোন মেয়েকে ভালো লাগলে তার কাছে সরাসরি গিয়ে নাম্বার চাইবেন না। কারণ সে এভাবে নাম্বার দেবে না। প্রথম প্রথম আপনাকে পাত্তা দেবে না। 

নাম্বার চাইলে আরো বেশি ভাও খাবে। তাই যদি কোন মেয়ে হঠাৎ পছন্দ হয়ে যায় তাহলে সেই পছন্দের মেয়ের নাম্বার পেতে ভদ্রভাবে তার সামনে যাবেন। গিয়ে সুন্দর করে সালাম দিয়ে বলবেন, আমার ফোনটা হারিয়ে গেছে প্লিজ আপু আমার ফোনে একটু কল দিবেন। দিলে খুব উপকার হতো। যদি আপনার চেহারা বা আপনার ড্রেসআপ ভদ্র হয় অর্থাৎ ছাপরি না হয় তাহলে সে মেয়েটি অবশ্যই আপনাকে হেল্প করতে চাইবে।

তখন মেয়েটি আপনার নাম্বারে কল দিবে আর আপনি খুব সহজেই তার নাম্বার পেয়ে যাবেন। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন যা "হঠাৎ করে রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে পটানোর উপায়" এই পয়েন্টে আলোচনা করা হয়েছে। এভাবেও খুব সহজে নাম্বার পেতে পারেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত কিছু করা থেকে বিরত থাকবেন। মেয়েটি রেগে গিয়ে চড় দিলে আমরা দায়ী থাকবো না।

মেয়েদের রাগ ভাঙ্গানোর উপায়

মেয়েদের রাগ ভাঙ্গানোর উপায় জেনে নিন। কিভাবে মেয়েদের রাগ ভাঙ্গাবেন বুঝতে পারছেন না? চলুন দেখে নেওয়া যাকঃ অনেক ছেলেরাই আছে যারা মনে করেন মেয়েদের রাগ ভাঙ্গানো অনেক কঠিন বা অসম্ভব। কিন্তু না মেয়েদের রাগ ভাঙ্গানো খুবই সহজ। মেয়েদের মন অনেক নরম হয়। সামান্য প্রশংসা এবং কিছু উপহার দিলেই মেয়েরা খুশি হয়ে যায়। কিভাবে রাগ ভাঙ্গাবেন এটি জানতে হলে আপনাকে আগে জানতে হবে কি বিষয় নিয়ে রাগ করেছে।
 
অনেক ছেলেরা এমন আছেন যারা বুঝতেই পারেন না মেয়েরা কি বিষয়ে রাগ করেছে। মেয়েদের রাগ ভাঙাতে হলে অবশ্যই তাকে হাসাতে হবে, মজার কথা বলতে হবে। তাকে বলবে তুমি চুপ করে থাকলে আবার দুনিয়া অন্ধকার হয়ে আসে। ওর সাথে সাথে আপনিও কষ্ট পাবেন। এছাড়াও অসংখ্য বার সরি বলবেন প্রয়োজনে কান ধর ওঠা বসা করবেন। অনলাইনে রাগ ভাঙাতে চাইলেও এগুলো ফলো করতে পারেন।
 
তাকে বলবে তুমি রেগে থাকলে তোমাকে দেখতে আরো ভালো লাগে। মুখ একদম লাল টুক টুকে হয়ে যায়। এছাড়াও রাগের সবাই একটু বেশি বেশি কল দিয়ে খোঁজ খবর নিবেন। প্রয়োজনে তাকে সুন্দর সুন্দর গিফট করবেন এতে রাগ আরও তাড়াতাড়ি কমে যাবে। এছাড়াও আরেকটি কাজ করতে পারেন তা হলো তার পছন্দের জায়গায় ঘুরতে গিয়ে যেতে পারেন। ফুল গিফট করতে পারেন ফুল মেয়েরা খুব বেশি পছন্দ করে। 

এছাড়াও যারা ফুসকা পছন্দ করে তার রাগ ভাঙ্গাতে ফুচকা খাওয়াতে পারেন। তার চোখে চোখ রেখে বলবেন তোমার মন খারাপ দেখলে আমার ভালো লাগে না আমাকে ক্ষমা করে দাও। তাকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন যা হয়েছে সব ঠিক হয়ে যাবে এমন ভুল আর কখনো হবে না। ভালো আচরণ করুন তাকে হাসিখুশি রাখার চেষ্টা করুন। এগুলো কাজ করলে খুব সহজেই মেয়েটির রাগ ভেঙ্গে যাবে।

মেয়েদের প্রশংসা করার উপায় 

মেয়েদের প্রশংসা করার উপায় জানেন না অনেক ছেলেরাই। ভাবতে থাকেন কিভাবে মেয়েদের প্রশংসা করতে হয়। সুন্দরী মেয়েদের পটাতে চাইলে এটি একটি সহজ উপায়  তা হলো প্রশংসা করা। এছাড়াও রাগের সময় প্রশংসা করলে তাড়াতাড়ি রাগ ভেঙ্গে যায়। প্রশংসা করার উপায় কি? আপনার পছন্দের মেয়েটি আপনার কথা বলার ধরন বা আপনার প্রশংসা করা ধরন দেখে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে বা ভাললাগা কাজ করবে। 

মেয়েটি যেমনি দেখতে হোক প্রশংসা করতেই হবে। একেকটা মানুষের একেক দিক বেশি সুন্দর হয়। যেমন কারো চুল অনেক বেশি লম্বা হয়, কারো উচ্চতা ভালো হয়, কারো গায়ের রং ভালো হয়, কারো চোখ দুটি অনেক বেশি সুন্দর হয়, কারো হাত পায়ের আঙ্গুল সুন্দর হয় আবার কারো বা হাসি অনেক মায়াবী হয়। এই বিষয়গুলো কে কেন্দ্র করে প্রশংসা করতে পারেন। বলবেন তোমার চোখে অদ্ভুত মায়া আছে বা তোমার হাসির মায়ায় পড়েছি। 

এ ধরনের কথা বলে প্রশংসা করতে পারেন। এছাড়াও বলতে পারেন এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখিনি। আসমান থেকে তুমি মাটিতে কি করে এলে। তুমি একটি তাজা গোলাপ। এভাবে প্রশংসা করলে দেখবেন মেয়েটি হাসবে। এছাড়াও আপনাকে যদি রান্না করে খাওয়ায় তাহলে সে খাবারের অনেক বেশি প্রশংসা করবেন। যদি খারাপও হয় তবুও প্রশংসা করবেন। মেয়ে পটানোর সবচাইতে সহজ উপায় প্রশংসা। সে ওপরে ওপরে যতই ইগনোর করুক মনে মনে আপনার কথাগুলোই ভাববে আপনাকে একসময় ভালো লেগে যাবে।

কি উপহার দিলে মেয়েরা খুশি হয়

কি উপহার দিলে মেয়েরা খুশি হয় এটাই ভাবছেন তো? চিন্তা নেই এ বিষয়েও ধারণা দিব আপনাদের। আপনারা অনেক ছেলেরাই এমন আছেন যারা মনে করেন মেয়েদের খুশি করতে অনেক দামি দামি অথবা বড় কিছু উপকার দিতে হয়। কিন্তু না। মেয়েদের খুশি করতে দামি বড় বড় উপহার দিতে হয় না। মেয়েরা ছোট জিনিস পেলেই অনেক বেশি খুশি হয়ে যায় তবে তাতে যত্ন ও ভালোবাসা থাকতে হবে।  
মেয়ে-পটানোর-উপায়
মেয়েদের সবচাইতে বেশি খুশি করতে চাইলে শাড়ি গিফট করুন। শাড়ি কমবেশি বাঙালি মেয়েরা সবাই পছন্দ করে। শাড়ির সাথে ম্যাচিং করে চুরি ও গিফট করতে পারেন। এছাড়াও মেয়েদের খুশি করতে টেডি বিয়ার দিতে পারেন। গিফট করার আগে অবশ্যই বুঝতে হবে মেয়েটি কি ধরনের জিনিস পছন্দ করে। আপনার পছন্দ করা মেয়ে যেমন হবে তাকে তেমনি উপহার দিতে হবে। সে কেমন পোষাক পরিধান করে কিভাবে চলাফেরা করে তার ওপর নির্ভর করবে উপহার সমূহ। 

মেয়েদের গিফট করার মত অনেক জিনিস রয়েছে তার মধ্যে অন্যতমঃ ম্যাচিং আউটফিট, মেকআপ আইটেম, বা কোন কিছুর সেট অর্থাৎ রিংসেট, ক্লিপ সেট, চুরি সেট এগুলো। আপনার বাজেট কম হলে ছোট ছোট কসমেটিক্স গুলো গিফট করতে পারেন। আর বাজেট যদি বেশি হয় তাহলে শাড়ি ম্যাচিং আউটফিট মুক্তার লকেট অথবা মুক্তার রিং এ ধরনের উপহার দিতে পারেন। এছাড়াও কোথাও ঘুরতে গেলে তার জন্য উপহার নিয়ে আসতে পারেন এতে সে অনেক খুশি হবে। 

হাতের ব্রেসলেট, পায়ের পায়েল এ ধরনের উপহার ও দিতে পারেন। যখন দেখা করতে যাবেন অবশ্যই সাথে ফুল ও চকলেট নিয়ে যাবেন এতে মেয়েটি খুশি হবে এবং আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার এত গুরুত্ব দেওয়া দেখে। উপহারটা বড় বিষয় নয় আপনার তার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। গুরুত্ব ও সম্মানের সাথে আপনি ওকে যেটাই উপহার দেন না কেন ও তাতেই খুশি হবে।

মেয়েদের মিথ্যা বলার উপায় 

মেয়েদের মিথ্যা বলার উপায় অনেকেই জানতে চেয়েছেন। চলুন জেনে নেওয়া যাকঃ মেয়েদের মিথ্যা বলবেন কিভাবে? কিছু ভুল কাজ করেছেন যার কারণে মিথ্যা বলতে হবে তাহলে উপায় জেনে নিন? যখন আপনি কোন বিষয়ে তাকে মিথ্যা বলতে চাচ্ছেন তখন ইতস্ততা বোধ করবেন না। স্পষ্টভাবে কথা বলবেন। কথা যেন আটকে না যায় তাহলে আপনার মিথ্যা কথা মেয়েরা ধরতে পারবে। মেয়েরা অনেক সরল সাদা হয় (বেশিরভাগ)। 

তাই আপনি যদি গড়মিল না করেন তাহলে আপনার মিথ্যা ধরতে পারবেনা। এছাড়াও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে এটি নিশ্চিত করবেন যে এ বিষয়ে ভবিষ্যতে আর কখনো কথা হবে না। কারণ এ বিষয়ে কথা বলে একটি মিথ্যাকে লুকাতে আপনার অনেকগুলো মিথ্যা বলতে হবে তখন আপনি ধরা পড়ে যাবেন। অর্থাৎ বোঝানো হচ্ছে মিথ্যা কথা বলার সময় কনফিডেন্ট দিয়ে বলবেন। আপনার দুর্বলতা দেখলেই মেয়েরা ধরে ফেলবে আপনি মিথ্যা বলছেন।

মন্তব্যঃ মেয়ে পটানোর উপায়

মেয়ে পটানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ব্লক পোস্টে। এ সমস্ত নিয়ম নীতি মেনে চললে আপনি খুব সহজেই আপনার পছন্দের মেয়েকে পটাতে পারবেন। এছাড়াও আজকের ব্লক পোস্টে আলোচনা করেছি রাগী মেয়েদের পটানোর উপায় এবং ফেসবুকে মেয়েদের পটানোর উপায়। হঠাৎ করে কোথাও গিয়ে কোন মেয়ে পছন্দ হলে কিভাবে পটাবেন তা নিয়েও আলোচনা করা হয়েছে। 

এই নিয়ম নীতিগুলো অবলম্বন করে খুব সহজেই একটি মেয়েকে পটাতে পারবেন। এছাড়াও সুন্দরী মেয়ের নাম্বার কিভাবে পাবেন তার গোপন ট্রিক্স গুলো আপনাদের শিখিয়ে দিয়েছি। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মেয়ে পটানোর এই অভিনব এবং গোপন টিপস গুলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও সহজে মেয়ে পটাতে পারে।
 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডেইলি ডাইরির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url