সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি এমন প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন। আজকের ব্লগ পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে সৌদি আরবের সবচেয়ে বেশি বেতন ও চাহিদামূলক কাজ সমূহ নিয়ে। বিষয়গুলো বিস্তারিত জানতে সম্পূর্ণ পোস্ট পড়ুন।
পেইজ সূচিপত্রঃ সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
- সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
- সৌদি আরব ইলেকট্রিশিয়ান ভিসা বেতন কত
- সৌদি আরব মোবাইল সার্ভিসিং ভিসা বেতন কত
- সৌদি আরব গাড়ি মেকানিক ভিসা বেতন কত
- সৌদি আরব প্লাম্বার ভিসা বেতন কত
- সৌদি আরব রাজমিস্ত্রি ভিসা বেতন কত
- সৌদি আরব হোটেল ভিসা বেতন কত
- সৌদি আরব ক্লিনার ভিসা বেতর কত
- সৌদি আরব ভিসার সর্তকতা
- মন্তব্যঃ সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
- আরো কিছু প্রশ্নের উত্তর
সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি এই বিষয়ে কার্যকারী কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। প্রবাস ভ্রমণ করার আগে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। কোন অসৎ দালালের পাল্লায় পড়া থেকে বিরত থাকুন এবং এই বিষয়গুলোর ওপর স্পষ্ট ধারণা নিন। এই বিষয়গুলোতে আপনার ধারনা থাকলে কোনো দালাল আপনার সাথে স্ক্যাম করতে পারবেনা। আমার এক প্রতিবেশী অসৎ দালালের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।
আরো পড়ুনঃ কুয়েত হোটেল ভিসা বেতন কত
অনেক সময় দেখা যায় দালাল এক রকম কাজের কথা বলে ভিসা দেয় কিন্তু প্রবাসে যাওয়ার পর সেই কাজ তারা দিতে পারেনা। তার থেকে কম বেতনের কষ্টকর কাজ করতে হয়। কয়েক লক্ষ টাকা খরচ করে এভাবে প্রতারিত হলে তা খুবই দুর্ভাগ্যের বিষয়। তাই সৌদি আরবে কোড কাজের বেতন ও চাহিদা বেশি এসব সম্পর্কে ধারণা নিন। এ সম্পর্কে ধারনা থাকলে আপনাকে কেউ সাত পাঁচ বুঝ দিতে পারবে না। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবে চাহিদামূলক কাজ ও বেশি বেতনের কাজ সম্পর্কেঃ
- ইলেকট্রিশিয়ান
- মোবাইল সার্ভিসিং
- গাড়ির মেকানিক
- প্লাম্বার
- রাজমিস্ত্রি
- রং মিস্ত্রি
- কনট্রাকশন
এই কাজগুলোর চাহিদা তুলনামূলক অনেক বেশি। অনেকেই নিজের ভাগ্য পরিবর্তন করতে প্রবাসে পাড়ি দেয়। সৌদি আরব সরকার প্রবাস ভাইদের অন্যান্য দেশের তুলনায় বেশি পারিশ্রমিক দিয়ে থাকেন। যদিও গত কয়েক বছরে তা কিছুটা কমে এসেছে। আপনি যদি সঠিক কন্টাক্টের মাধ্যমে এবং এ ধরনের কাজের ভিসায় সৌদি আরব যেতে পারেন তাহলে আপনার ভাগ্য সত্যিই পরিবর্তন হয়ে যাবে।
- সাপ্লাই কম্পানি
- সেলস ম্যান
- কম্পানি ভিসা
- গৃহকর্মী
- ওয়েল্ডিং শ্রমিক
- ফ্যাক্টরি শ্রমিক
- গৃহকর্মী
- টেকনিশিয়ান
- হোটেল বা রেস্টুরেন্ট এর ওয়েটার
- ক্লিনার (বাড়ি, অফিস, আদালত, রেস্টুরেন্ট, সুইমিং পুল )
- ডাইভার ইত্যাদি।
সৌদি আরব ইলেকট্রিশিয়ান ভিসা বেতন কত
সৌদি আরব ইলেকট্রিশিয়ান ভিসা বেতন কত? সৌদি আরবে ইলেকট্রিশিয়ান এর চাহিদা অনেক। আপনার যদি এ কাজে দক্ষতা থাকে তাহলে আপনি খুব সহজেই ভালো বেতনের কাজ পেয়ে যাবেন। অনেকেই আছে যারা নতুন অবস্থায় কাজ পায় না। তবে ইলেকট্রিশিয়ান দের ক্ষেত্রে ব্যতিক্রম তাদের কাজের দক্ষতা থাকলে তারা খুব সহজেই কাজ পেয়ে যাবে। আর যদি কোন সার্টিফিকেট থাকে তাহলে তো খুবই ভালো। ইলেকট্রিশিয়ানদের বেতন বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
সৌদি আরব মোবাইল সার্ভিসিং ভিসা বেতন কত
সৌদি আরব মোবাইল সার্ভিসিং ভিসা বেতন কত অনেকেই জানতে চেয়েছেন। এই কাজেরও চাহিদা রয়েছে প্রচুর। তবে এ ধরনের কাজে দক্ষতার প্রয়োজন হয়। আপনি যদি সঠিক ভিসায় সৌদি আরব গিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ পান তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। সৌদি আরব মোবাইল সার্ভিসিং ভিসা বেতন বাংলাদেশী টাকায় প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা।
সৌদি আরব গাড়ি মেকানিক ভিসা বেতন কত
সৌদি আরব গাড়ি মেকানিক ভিসা বেতর কত জেনে নিন এই পোস্টে। সৌদি আরব গাড়ির মেকানিক কাজের চাহিদা প্রচুর। সৌদি আরবে একটি বাড়িতে যতগুলো মানুষ বসবাস করে, সকলেরই প্রায় আলাদা আলাদা গাড়ি থাকে। তেলের দাম বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে এই চাহিদা কিছুটা কমেছে। যেহেতু সৌদি আরব গাড়ির সংখ্যা বেশি তাই গাড়ির মেকানিকের প্রয়োজন হয়ও বেশি। গাড়ির যেকোনো সমস্যায় মেকানিক প্রয়োজন হয়। সৌদি আরব গাড়ি মেকানিক ভিসা বেতন প্রায় ১ লক্ষ টাকা।
সৌদি আরব প্লাম্বার ভিসা বেতন কত
সৌদি আরব প্লাম্বার ভিসা ভেতর কত জেনে নিন। সৌদি আরবে প্লাম্বার ভিসার চাহিদা রয়েছে। আপনার এ কাজের অভিজ্ঞতা থাকলে সৌদি আরব কাজের জন্য আসতে পারেন। সৌদি আরব প্ল্যাম্বার ভিসা বেতন বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। এ কাজের অভিজ্ঞতা অর্জন করে সঠিক ভিসায় সৌদি আরব কাজের জন্য আসতে পারে।
আরো পড়ুনঃ সরকারিভাবে কানাডা যাওয়ার সবচেয়ে সহজ উপায়
সৌদি আরব রাজমিস্ত্রি ভিসা বেতন কত
সৌদি আরব রাজমিস্ত্রি ভিসা বেতন কত জানুন আজকের পোস্টে। সৌদি আরব রাজমিস্ত্রি কাজের চাহিদা রয়েছে অনেক। আপনি যদি এ কাজে অভিজ্ঞ হন তাহলে আপনার নতুন অবস্থাতেও কাজ পেতে অসুবিধা হবে না। সৌদি আরব রাজমিস্ত্রির বেতন বাংলাদেশী টাকায় প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ৫ হাজার পর্যন্ত হতে পারে। রাজমিস্ত্রির চাহিদা অনেক বেশি, কারণ যে কোন বিল্ডিং তৈরি করতে রাজমিস্ত্রি প্রয়োজন হয়। আর বিল্ডিং এর কাজ দীর্ঘদিন যাবত করতে হয়। বিল্ডিং তৈরির কাজ সব সময় হয়ে থাকে এছাড়াও সৌখিন মানুষ পুরনো বিল্ডিং ভেঙ্গে নতুন বিল্ডিং তৈরি করে।
সৌদি আরব হোটেল ভিসা বেতন কত
সৌদি আরব হোটেল ভিসা বেতন কত জেনে নিন। সৌদি আরব হোটেল ভিসার সর্বনিম্ন বেতন বাংলাদেশী টাকায় প্রায় ৪৫ হাজার থেকে ৫০ হাজার। হোটেলে ভিসায় ওভারটাইম করার সুযোগ রয়েছে। তাই ওভারটাইম কাজ করার মাধ্যমে বেতন বাড়াতে পারেন। ডিউটি টাইম ৮ ঘন্টা। আর ওভারটাইম করলে আরো ৪ ঘন্টা ডিউটি করতে হবে। হোটেল ভিসায় বেশ সুযোগ-সুবিধা রয়েছে। থাকা খাওয়ার সম্পূর্ণ সুযোগ সুবিধা করে দেয় কম্পানি আর এই কাজ মোটামুটি আরামদায়ক।
সৌদি আরব ক্লিনার ভিসা বেতর কত
সৌদি আরব ক্লিনার ভিসা বেতন কত বিস্তারিত জেনে নিন। কাজের ধরন অনুসারে বেতন কম বেশি হয়ে থাকে। এছাড়াও ওভারটাইম করলে বেতর বাড়ে। প্রথমের দিকে যারা ক্লিনার ভিসায় কাজ করে তাদের কাছে কাজ একটু কঠিন মনে হয় বা কষ্টকর মনে হয়। তবে কাজের পদ্ধতি জেনে গেলে কিছুদিনের মধ্যে কাজ করতে ভালো লাগবে বা সমস্যা হবে না।
সৌদি আরব ভিসার সর্তকতা
সৌদি আরব ভিসার সর্তকতা সম্পর্কে বিস্তারিত জেনে দিন। অনেকেই নিজের ভাগ্য পরিবর্তন করতে প্রবাসে পারি দেন। কিন্তু যে কাজের কথা বলে ভিসা দিয়েছে সেই কাজ প্রবাসে যাবার পর দিতে পারে না। বেতন তুলনা মূলক অনেক কম হয়। কিছু অসাধু দালাল বা এজেন্সির কারণে এ ধরনের সমস্যায় পড়তে হয়। তাই ভিসা করার আগে সৌদি আরব কাজের ভিসা সম্পর্কে ভালোভাবে খোঁজখবর দিবেন।সৌদি আরবে বেশিরভাগ সাপ্লাই ভিসা ছাড়া হয়।
আরো পড়ুনঃ মালয়েশিয়া ভিসা কবে খুলবে ২০২৫ - আপডেট নিউজ
এ কাজে কষ্ট অনেক বেশি তুলনা মূলক বেতন কম। আর বাকি যেসব চাহিদা ব্লক কাজের কথা ওপরে আলোচনা করেছি এইসব কাজের ভিসা সৌদি আরব সরকার অনেক কম ছেড়ে থাকে। তাই ভিসা করার আগে ভালোভাবে জেনে নিবেন। দালাল বিভিন্ন লোভনীয় বেতন সম্পূর্ণ কাজের কথা বলে যেন সাপ্লাই ভিসায় আপনাকে না পাঠায় সেদিকে সতর্ক থাকবেন। না হলে প্রবাসে যাওয়ার পর বিভিন্ন হতাশায় ভুগতে হবে। অতএব সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
মন্তব্যঃ সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আজকের ব্লগ পোস্টে। এছাড়াও কেন সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে তা নিয়েও আলোচনা করেছি। আশা করছি কিছুটা হলেও উপকৃত হবে। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আরো কিছু প্রশ্নের উত্তর
প্রশ্নঃ সৌদি আরব এর টাকার রেট কত?
উত্তরঃ সৌদি আরব এর এক রিয়াল সমান বাংলাদেশী টাকায় ৩১ টাকা ৮৭ পয়সা (প্রায়)।
প্রশ্নঃ মালয়েশিয়ার টাকার রেট কত?
উত্তরঃ মালয়েশিয়ার এক রিংগিত সমান বাংলাদেশী টাকায় ২৭ টাকা ৪১ পয়সা (প্রায়)।
প্রশ্নঃ ১ মার্কিন ডলার সমান কত টাকা?
উত্তরঃ ১ মার্কিন ডলার সমান বাংলাদেশি টাকায় ১২০ টাকা ৬৬ পয়সা (প্রায়)।
প্রশ্নঃ সৌদি আরবের রাজধানীর নাম কি?
উত্তরঃ সৌদি আরবের রাজধানীর নাম রিয়াদ।
প্রশ্নঃ সৌদি আরব এর আয়তন কত?
উত্তরঃ সৌদি আরব এর আয়তন ২১,৫০,০০০ বর্গ কিলোমিটার (৮,৩০,০০০ বর্গমাইল)
ডেইলি ডাইরির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url