হাতের লেখা সুন্দর করার উপায় (pdf) ডাউনলোড

হাতের লেখা সুন্দর করার উপায় সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।আমরা কম বেশি সবাই  চাই আমাদের হাতের লেখা যেন সুন্দর এবং আকর্ষণীয় দেখায়।কিন্ত  আমাদের সবার হাতের লেখা সুন্দর না।আজকের এই পোস্ট এর কিছু নিয়ম ফলো করে আপনার হাতের লেখাকে ও করে ফেলুন সুন্দর এবং আকর্ষণীয়।

হাতের-লেখা-সুন্দর-করার-উপায়-(pdf)-ডাউনলোড
হাতে গুনা কিছু নিয়ম ফলো করার পাশাপাশি অনেক বেশি অনুশীলন করতে হবে।হাতের লেখা সুন্দর করার জন্য অনুশীলনের কোনো বিকল্প নেই। বাংলা হাতের লেখা প্র্যাকটিস এর মাদ্ধমে সুন্দর করা সম্ভব।

পেইজ সূচিপত্রঃ হাতের লেখা সুন্দর করার উপায়

প্রথম থেকেই চেষ্টা করা হাতের লেখা সুন্দর করার

একটা বাচ্চার যখন প্রথম হাতে খড়ি হয় তখন থেকেই অভিভাবকের উচিৎ তার লিখা অক্ষর গুলোর প্রতি একটু মনোযোগী হওয়া।আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যেসব অভিভাবক ছোট থেকেই এগুলো নিয়ে একটু চাপ দেন সেই সব বাচ্চাদের  হাতের লেখা তারা বড় হতে হতে অনেক বেশি সুন্দর হয়ে যায়। তাই বাচ্চাকে ছোট থেকেই হাতের লেখা সুন্দর করার প্রশিক্ষণ দিন। 

হাতের লেখা সুন্দর করার উপায় এর মধ্যে সর্বপ্রথম ধাপ এটি। অভ্যাস মানুষের দাস। আপনি যত ভালো অভ্যাস গড়ে তুলবেন আপনার জন্য ততো ভালো। তাই বাচ্চাদের হাতের লেখা শেখানোর ক্ষেত্রে একটু সচেতন হন। ছোট থেকে এই অভ্যাস গড়ে তুললে বড় হওয়ার পর তার আর কোন সমস্যার মুখোমুখি পড়তে হবে না। আশা করা যায় তার সুন্দর একটি ভবিষ্যতের। তাই আধুনিক মায়েরা একটু সচেতন হোন।

পড়ার পাশাপাশি লিখার অভ্যাস গড়ে তোলা

সুন্দর হাতের লেখা প্রশিক্ষণ এর জন্য এটি খুবই জরুরী। এই অভ্যাস একবার গড়ে তুলতে পারলে আপনি খুব তারাতারি সফল হতে পারবেন।আপনার যদি এই অভ্যাসটি না থাকে তাহলে এই মুহুর্ত থেকে গড়ে তুলুন পড়ার পাশাপাশি লিখার অভ্যাস। বাংলা হাতের লেখা প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার হাতের লেখা তত বেশি সুন্দর ও আকর্ষণীয় হবে।
 
তাই শুধু বাংলা বই বাজে কোন প্রশ্ন লাইনের পর লাইন রিডিং না পড়ে প্রতিদিন লেখার অভ্যাস তৈরি করুন। প্রতিদিন অন্তত দুই পেজ বাংলা লেখা টিচারের কাছে জমা দিন। এতে বাংলা হাতের লেখা প্র্যাকটিস হয়ে যাবে। হাতের লেখা সুন্দর করার একটি কার্যকরী উপায় হিসেবে এটি কাজ করে। হাতের লেখা সুন্দর করতে চাইলে আপনার অবশ্যই এই পদক্ষেপটি গ্রহণ করতে হবে। এটি আপনার জন্য খুবই উপকারী হবে।

সঠিক কলম বাছাই

হাতের লেখা সুন্দর করার জন্য সঠিক কলম নির্বাচন করা খুবই জরুরি। অনেক সময় সঠিক কলম নির্বাচনের অভাবে হাতের লেখা খারাপ হতে পারে। তাই কলম নির্বাচনের সময় একটু সতর্ক থাকুন। আপনার জন্য যেটি সবচাইতে ভালো ফলাফল দিবে সেই ধরনের কলম নির্বাচন করুন। যে কলম দিয়ে লিখে আপনি আরামদায়ক অনুভব করবেন সেই কলমটি বেছে নিন।সঠিক কলম বাছাই এই জন্য কয়েকটি নির্দেশনাঃ 

হাতের-লেখা-সুন্দর-করার-উপায়-(pdf)-ডাউনলোড

  • পাতলা প্লাস্টিকের কলম ব্যবহার করবেন।যে কলম এর কালি চিকন হয়ে বের হয় সেই ধরনের কলম ব্যবহার করবেন।এতে লেখা সুন্দর দেখায়। চিকন কালির কলম দিয়ে লেখা ভালো হয় কারণ খাতার ওপর কালিটি লেটে যায় না। এতে লেখার সৌন্দর্য অটুট থাকে। মোটা কালির কলম এর জন্য অনেক সময় লেখা খারাপ দেখায়।
  • আপনার যদি হাত ঘামার সমস্যা থাকে তাহলে অবশ্যই  রাবার এর কলম ব্যবহার করবেন।আর পরিক্ষার হলে নিজের কাছে রুমাল রাখবেন। রাবারের কলম ব্যবহার করার মাধ্যমে আপনি হাত ঘামা প্রতিরোধ করতে পারেন। এতে কিছুটা হলেও হাত কম ঘামবে ফলে আপনার লিখতে কোন অসুবিধা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন।
  • ছোট বাচ্চাদের ক্ষেত্রে ভালো মানের পেন্সিল ব্যবহার করবেন।পেন্সিল এর মাথাটা যেন তীক্ষ্ণ হয়। বাচ্চাদের জন্য পেন্সিল সবচাইতে উপযোগী। এতে ভুল হলে বাচ্চারা তা রাবার দিয়ে মুছতে পারে। আর পেন্সিলের মাথাটা তীক্ষ্ণ থাকা খুবই গুরুত্বপূর্ণ।

হাতের লেখা সুন্দর করার খাতা,এবং সন্দর হাতের লেখা বর্ণমালা

হাতের লেখা সুন্দর করার জন্য বাড়িতে দাগ টানা বাংলা এবং ইংরেজি খাতাতে প্র‍্যাকটিস করতে হবে।আর লিখার পর দেখতে হবে কোন অক্ষরটি (খ ঝ ঋ শ ষ,,,,) লেখা খারাপ হয়েছে।সেই গুলো বার বার লিখে সুন্দর করার চেষ্টা  করতে হবে।বর্নমালা গুলো যেন স্পষ্ট  হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। লেখার ক্ষেত্রে অবশ্যই সঠিক নিয়ম মেনে চলবেন।

আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো 2024

বাংলা হাতের লেখার দাগ টানা খাতা পাওয়া যায় সে খাতা গুলো ব্যবহার করবেন। এতে লেখা সুন্দর এবং সোজা হবে। বাচ্চাদের জন্য বাংলা হাতের লেখার খাতা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চারা ছাড়াও যদি প্রাপ্তবয়স্ক কেউ হাতের লেখা ঠিক করতে চায় তাহলে হাতের লেখা শেখার খাতা ব্যবহার করতে পারে। বাংলা হাতের লেখা সুন্দর করার এটি একটি উপযোগী উপায় হিসেবে ধরা হয়।

সঠিক অঙ্গভঙিতে লেখার প্র‍্যাকটিস করা

সঠিক অঙ্গভঙ্গিতে লেখা প্র্যাকটিস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লেখার সময় বিছানায় শুয়ে বসে থাকলে হবে না।তাহলে হাতের লেখা সুন্দর করা অনেক কষ্টকর। তাই টেবিল চেয়ারে বসে অনুশীলন করতে হবে।বাহু টাকে সোজা রাখতে হবে। এই বিষয়গুলোর প্রতি আমরা অবশ্যই মনোযোগী হব। এই পদক্ষেপ গুলো যদি অনুসরণ করি তাহলে হাতের লেখা সুন্দর করা সম্ভব। খুব সহজেই বাংলা এবং ইংরেজি হাতের লেখা সুন্দর করতে পারবো।

হাতের-লেখা-সুন্দর-করার-উপায়-(pdf)-ডাউনলোড
চলুন দেখে নেওয়া যাক উপায় গুলোঃ
  • টেবিল চেয়ারে বসে লেখার অভ্যাস তৈরি করতে হবে। বিশেষজ্ঞরা বলে টেবিল চেয়ারে পড়াশোনা করলে তা মস্তিষ্ক বেশি সময় ধরে রাখতে পারে।
  • বিছানায় শুয়ে বসে লেখা থেকে বিরত থাকবো এটি লেখা খারাপ হওয়ার একটি অন্যতম কারণ।
  • হাতের কব্জি রোজা রেখে লেখার চেষ্টা করবেন।
  • টেবিল চেয়ারে বসে লেখার সময় টেবিলের ওপর শুয়ে না পড়ে মেরুদন্ড সোজা রাখার চেষ্টা করবেন।
  • কলম ধরার পদ্ধতিটা সঠিক রাখার চেষ্টা করবেন। খুব নিচে ধরবেন না আবার খুব উপরে ধরবেন না। কলমের গলার কাছে ধরার চেষ্টা করবেন।
  • লেখার সময় বেশি ঘষাঘষি করবেন না মনোযোগ দিয়ে লেখার চেষ্টা করবেন। যেটুকু সময় পড়াশোনা করেন না কেন অবশ্যই মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন।

পরীক্ষার খাতায় লেখা সুন্দর দেখানোর উপায়

  • পরীক্ষার খাতায় লেখা সুন্দর দেখানোর উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। বাসায় যদিও একটু সুন্দর লেখা হয়ে থাকে কিন্তু পরীক্ষার হলে লেখার অবস্থা খুবই খারাপ হয়। আমাদের অবশ্যই পরীক্ষার খাতায় লেখার সময় মনোযোগী হওয়া উচিত। আমরা কমবেশি সকলেই জানি লেখার উপরেও কিছুটা মার্ক নির্ধারণ করা হয়।
  • সবার প্রথমে "টাইম মেন্টেন" করতে হবে যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই সময় ভাগ করে নিতে হবে।কারন আমাদের সবারই একটা সমস্যার মধ্যে পরতে হয়।সেইটা হলো  প্রথম এর দিকে লেখা মোটামুটি সুন্দর হলেও শেষ এর দিকে  অনেক বাজে অবস্থা হয়। লেখা পড়াই কষ্টকর হয়ে যায়। তাই প্রথম থেকে শেষ অব্দি লেখা একই রকম করার চেষ্টা করতে হবে।  
  • কলম বেশি চেপে ধরা যাবে না।হালকা ভাবে কলম ধরতে হবে। বেশি চেপে ধরে লেখার চেষ্টা করলে লেখার অবস্থা খারাপ হবে।
  • লেখার লাইন অবশ্যই সোজা  রাখতে হবে। লাইন সোজা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেড়ে যায়।
  • বর্নমালা গুলোর উচ্চতা সমান রাখতে হবে।দাড়ি, কমা সেমিকোলন সব ঠিকঠাক মতো বসাতে হবে। এই চিহ্ন গুলো লেখা সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
  • লেখা হতে হবে সুস্পষ্ট। লাইন গুলো হতে হবে সমান সমান। লাইন সমান হলে লেখা দেখতেও ভালো লাগে এবং টিচার করতেও সুবিধা বোধ করে।
  • স্যার দের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং ভালো মার্ক এর জন্য সুন্দর হাতের লেখা খুবই জরুরী। তাই পেজের পর পেজ শুধু লিখলেই হবে না লেখার গুণগত মান ও বাহ্যিক সৌন্দর্যের দিকেও নজর রাখতে হবে।

অনুশীলন অনুশীলন  অনুশীলন (practice practice practice)

অনুশীলন অনুশীলন অনুশীলন। অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য অনুশীলন এর কোনো বিকল্প নাই।অনেক বেশী প্র‍্যাকটিস করতে হবে। তাহলেই হাতের লেখা পারমানেন্ট ভাবে সুন্দর  করা সম্ভব। তাই লেখার প্রতি অবহেলা বা অনীহা তৈরি না করে অনুশীলনের মাধ্যমে লেখাকে সুন্দর করার চেষ্টা করুন। সুন্দর হাতের লেখার জন্য অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ।

হাতের লেখা সুন্দর হওয়া খুবই জরুরী। এটা আমাদের কনফিডেন্স বারিয়ে দেয় এবং ব্যক্তিত্ব প্রকাশ পায়। সুন্দর হাতের লেখা দেখলে মনে হয় যেন মুক্তা ঝড়ে পড়ছে। বাংলা হাতের লেখা প্রশিক্ষণের জন্য অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। হাতের লেখা সুন্দর করার কৌশল বা টেকনিক না খুঁজে বেশি বেশি অনুশীলন করার চেষ্টা করুন দেখবেন আপনার হাতের লেখার এক আমূল পরিবর্তন এসেছে। 

মন্তব্যঃ হাতের লেখা সুন্দর করার উপায় 

হাতের লেখা সুন্দর করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি বুঝতে পেরেছেন কি ধরনের পথ অবলম্বন করে হাতের লেখা সুন্দর করা সম্ভব। আপনার হাতের লেখা যদি কিছুটা খারাপ হয়ে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করুন লেখার বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আপনাদের সাথে আগেই আলোচনা করেছি অনুশীলন নিয়ে। অনুশীলনের ব্যতিক্রম কিছু হতে পারে না। 

তাই নিয়মিত প্র্যাকটিস করার মাধ্যমে হাতের লেখা খুব দ্রুতই সুন্দর করা সম্ভব। এটিই হাতের লেখা সুন্দর করার উপায়। বাংলা বা ইংরেজি যে কোন হাতের লেখা সুন্দর করতে হাতের লেখা শেখার খাতা ব্যবহার করতে পারেন। আশা করি পোস্টটা পড়ে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডেইলি ডাইরির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url